Wednesday, December 11, 2013

স্বাধীনতা


স্বাধীনতা
 
  লেখাঃ   আই. ইউ. জুয়েল

 স্বাধীনতা, সে তো রত্ন!!
স্বাধীনতা, সে তো খুশি!!
স্বাধীনতা, সে তো রক্তমাখা পতকা!!
স্বাধীনতা, সে তো ১৬ ডিসেম্বর!!

রক্তের দাগ আজও ভুলিনি,
         
তাই তো তোমাদের স্মরণ করি....


পাক বাহীনি দিয়েছিল ডাক,
          তাতে তোমরা দিয়েছিলে হুংকার....
     
তা আজও ভুলিনি..!!

স্বাধীনতা, সে তো দীর্ঘ ৯মাস!!
স্বাধীনতা, সে তো কান যাজালো গুলির শব্দ!!
স্বাধীনতা, সে তো আর্তনাদের চিৎকার!!
স্বাধীনতা, সে তো মা-বোনের কান্নার শব্দ!!

মিছিলে মিছিলে রক্তাক্ত প্রান,
       
তা আজও ভুলিনি....

রাতের আধারে-সুপ্রভাতের ক্ষণে,
বাংলার দামালরা দিয়েছিল ৩০লক্ষ প্রান....
     
তা আজও ভুলিনি..!!

স্বাধীনতা, সে তো বঙ্গবন্ধুর ২১মার্চের যাজালো ভাষণ!!
স্বাধীনতা, সে তো মোঃ আতাউল গণি ওসমানির আহবান!!
স্বাধীনতা, সে তো মুক্তিবাহীনির ১১টি সেক্টর!!
স্বাধীনতা, সে তো জিয়াউর রহমানের সংঘবদ্ব আক্রমন!!

স্বাধীন বাংলার মাঝে
পাক বাহীনির পতন,
     
তা আজ ও ভুলিনি....
বাংলার নতুন সূর্যের উল্লাস,
   
তা আজও ভুলিনি..!!

স্বাধীনতা, সে তো মুক্তিবাহীনির জয়!!
স্বাধীনতা, সে তো বীর পুরুষের
জয়!!
স্বাধীনতা, সে তো বাঙ্গালীর জয়!!
স্বাধীনতা, সে তো সবে জম্মানো বাংলা শিশুর আর্তনাদের জয়!!

তাই তো আজও তোমাদের ছবি,
       
লাল সবুজের পতকাই দেখি...

 
তোমাদের সালাম করতে,
         
আজও বুলিনি!!!

নামঃ আই. ইউ. জুয়েল
ঠিকানাঃ চকরিয়া, কক্সবাজার..
ফোনঃ ০১৮২৮৪০৭৩৩০

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক