Thursday, February 20, 2014

"ভালোবাসায় কী এতোটা হিসেব চলে বলো!"




       "ভালোবাসায় কী এতোটা হিসেব চলে বলো!"

                         ইব্রাহীম রাসেল


আমার তো ইচ্ছে হয় বেলা-অবেলায়
কড়া নাড়ি তোমার দরজায়,
তুমি কেবল দাওনা সায়।

এতোটা কাছে আসার পর
এতোটা ছুঁয়ে দেয়ার পরও
ছোট্ট করে এক কোণে লিখে যাও 'শর্ত প্রযোজ্য'
তোমার বাড়ি অবদি পথে পথে তুলে দাও অদৃশ্য দেয়াল।

নীলিমা! ভালোবাসায় কী এতোটা হিসেব চলে বলো!
তোমার বাতায়নে যতই ঝুলাও গারদের পর্দা
আমার চোখ তো পড়ে আছে তোমার কামড়ায়।

কেবল দেহের ভেতর খরস্রোতা নদীতে পড়েছে বাঁধ,
একটিবার ছুঁয়ে ফের কেন এমন অচেনা হয়ে যাও?






No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক