Thursday, December 12, 2013

ভুলে ভরা বই


ভুলে ভরা বই


লেখাঃ জাহিন

ফারিন এখন ওয়ানে পড়ে
বইয়ে ভীষণ ভুল
সেই ভাবনায় ফারিন জামিল
ছেড়ে মাথার চুল।

দৌড়ে এসে আমায় বলে
ভাইয়া একটু শোনো
বইয়ের ভুলের সমাধানের
উপায় আছে কোন।

আমি তখন কিইবা বলি
নেইতো কিছু বলা
উচ্চ স্বরে মিছিল করে
ভাংবো শুধু গলা।

আস্তে করে বলি ওদের
তোমরা বড় হয়ে
যতরকম ভুল আছে সব
শুধরে দিও বইয়ে।

(আলোরমেলা,কিশোরগঞ্জ)

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক