Saturday, February 22, 2014

পারাবাস্তব ভ্রমন


হঠা বাসটা প্রচন্ড ঝাকুনি দিয়ে উঠলোঝড়ের গতিতে চলছিল বাসটি অকস্মাৎ হার্ড ব্রেক চাপাতে আমি সামরে সীটের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়লাম আমার কপাল আর নাক সামনের সীটের সাথে গুতো খেলনাকে লাগার কারণে চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে আসলোআমি ঝাপসা চোখে দেখলাম সামনে একটা প্রকান্ড ট্রাক বিদ্যুৎ গতিতে ঠিক আমাদের বাসটার দিকে ছুটে আসছেআমাদের বাসটা ব্রেক করেছে সাধ্যমতো একটানা যান্ত্রিক আওয়াজ আসছেরাস্তার সাথে টায়ার ঘষা খাওয়ার শব্দও আসছেবাসটি পিছলে এগিয়ে যেতে যেতে থেমে যাচ্ছেকিন্তু ট্রাকটির গতি কমানোর কোন লক্ষনই দেখা যাচ্ছেনাট্রাকটি এতো কাছাকাছি চলে এসেছে যে পাশ কাটিয়ে চলে যাওয়া আর সম্ভব নয়প্রচন্ড গতি নিয়ে ট্রাকটা বাসটির পাচ হাতের মধ্যে চলে আসলোআমার কোন রকম হিতাহিত জ্ঞান নেইহৃদপিন্ড লাফ দিয়ে গলায় উঠে এসে থেমে গেছেওটার আর কোন রকম অস্তিত্ব আমি টের পাচ্ছিনাদুটো গাড়ির উইন্ডশীল্ড একটা আর একটার উপর যে কোন মুহূর্তে আছড়ে পড়বে পুরো ব্যাপারটা দু সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ঘটে গেলআমি দু কানে কোন শব্দ পাচ্ছিনাজগৎ যেন নিঃস্তব্ধ হয়ে গেছে

একেবারে শেষ মুহূর্তে ট্রাকটি ঠিক একহাত দূরে থাকতে সবকিছু থেমে গেলঠিক সেই সময় পুলের উপর বসে থাকা ছেলেটি বড়শিতে একটা মাছ গেথে ফেললোমাছটি বড়শির সাথে শুন্যে ঝুলছেআমি এতো দূর থেকে স্পষ্ট দেখতে পেলাম মাছটির চখ টকটকে লাল ছেলেটি মাছটি ধরার জন্য হাত বাড়ালোঠিক এই সময় সব কিছু থেমে গেলবাস, ট্রাক ও ছেলেটি এবং আশে পাশের সব কিছু একেবারে স্থির নিশ্চল হয়ে গেলকেউ যেন একটা পজ বাটনে চাপ দিয়েছেদু একজন বাসের জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেছিল তারাও শুন্যে আটকে আছেআমার পাশের ভদ্রলোক গলাফাটিয়ে চেঁচাচ্ছিলেন তার মূখ হা করা অবস্থায় স্থির হয়ে আছেআমি শত চেষ্টা করেও একচুল নড়তে পারছিনাশুধু দেখতে পাচ্ছি সব স্থিরঅনন্তকাল না অল্প সময় আশেপাশের সবকিছু স্থির হয়ে ছিল বলতে পারবোনাচারপাশে হঠাৎ করে ঘোলাটে হয়ে আসে আর কুয়াশার মতো একটা ধোয়াটে ভাব ছড়িয়ে পড়েআস্তে আস্তে ধোয়াটে ভাবটা কেটে যেতে থাকে কিন্তু কোন কিছুই আগের মত পরিষ্কার হয়নাআশেপাশের সমস্ত পরিবেশ মোমের মত গলে গলে পড়তে থাকেবাস, বাসের জানালার কা, পর্দা, সীট সব গলে যাচ্ছে
ষ্টিয়ারিং, গীয়ার, স্পীড মিটার গলে যাচ্ছেপাশের সরিষার ক্ষেত, বাবলা গাছ, মেহগণি গাছের পাতা ও ডালপালা গলে যাচ্ছেরাস্তার পাশের লতানো গাছগুলো আর ঝোপঝাড় গলে যাচ্ছেমাঠের মধ্যে বেঁধে রাখা গরু ও বাছুর গলে যাচ্ছেপুল এবং পুলের উপরের মৎস্য শিকারী ছেলেটা গলে যাচ্ছেতার বড়শি এবং বড়শির মাথায় গাথা মাছ গলে যাচ্ছেবাসের মধ্যে সমস্ত যাত্রী গলে যাচ্ছেসব কিছু নিজের যায়গায় স্থির হয়ে আছেশুধু মোমের মতো গলে গলে টপটপ করে পড়ছেআমিও গলে যাচ্ছিআমার হাতের আঙ্গুল থেকে গলে গলে নিচে পড়ে যাচ্ছেএকটা সিনেমা দেখেছিলাম দ্যা হাউস অব ওয়াক্সঐ সিনেমাতে এই রকমের কান্ড কারখানা ঘটেআশে পাশের সবকিছু সম্পূর্ণরুপে গলে যাওয়ার আগেই আমার চেতনা লোপ পেলআমি কিছু দেখতে পারছিনা, মনে হয় আমার চোখ গলে গেছেআমি জ্ঞান হারালামজ্ঞান ফিরলে দেখলাম আমি বাসের সীটে বসে আছি চারপাশে মারাত্মক ঘনকুয়াশাবাসের বাইরে এক ইঞ্চিও দেখা যাচ্ছেনা বাসের প্রত্যেকটা যাত্রী স্থির কেউ একচুলও নড়াচড়া করছেনাসবকিছু এখনও কি পজ করা আছে

এসব আসলে ঘটছেটা কি


পরের অংশ

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক