Thursday, February 20, 2014

সংসার





দীপঙ্কর বেরা
(সনেট)

ছাইদানিটা উপুড় সংসার সিগারেট
বিড়ি দিয়ে চালাতেই ছেলে কমরেট।

খুনসুটি আতুড়ের ঘরময় ছাপ
বালিশেই টানাটানি মূখ অভিশাপ।

সুখটানে বিলাসিতা মারছে মানুষ
একমুঠো রোদ্দুরের আশা আবলুস।

সম্পর্কের টানাটানি ঠান্ডা শাক ভাতে
এত ক্ষোভ আগুনের রক্ত সংঘাতে।

কিশলয় সকালের ওম মেখে খায়
তাই দেখে ধুলোঝড় রাতের তারায়
স্বপ্নেরা লুকিয়ে ছন্দ আগ্রাসী তরঙ্গে
হাতটা ধরতে শেখা জীবন বিভঙ্গে;
করো না গো জোড়াতাপ্পি আর ছলাকলা
সংসার শান্তি নীড় আলো বর্ণমালা।
-০-০-০-

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক