Thursday, February 20, 2014

"নীলিমা! কেবল তুমি আসলেই"



"নীলিমা! কেবল তুমি আসলেই"

ইব্রাহীম রাসেল


অপেক্ষায় ছিলাম অশোক গাছের মতো শতাব্দী পেরিয়ে
একদিন তুমি ঠিকই ডালা ভরা সফেদ ফুল নিয়ে ফিরবে।
অনেকেই তো মঙ্গল প্রদীপ জ্বেলে গেলো
কই! আমার জন্য তো আজও ভালো কিছু হলো না!
আজও তো আমার সেই উসকো-খুশকো চুল
ময়লা পরিচ্ছদে আবৃত আশরীর, এলোমেলো দাড়ি-চুলে
অন্ধকারে পরে আছে প্রিয় বদন, আজও অনমনে অগোচরে
তোমার নামটি ধরেই ডাকি যখন তখন।

নীলিমা!
কেবল তুমি আসলেই হতে পারতাম আমি
পৃথিবীর সবচেয়ে সুন্দর সুপুরুষ,
কেবল তুমি হাসলেই বৃষ্টি ধুয়ে দিতো শতাব্দীর
এই অবহেলিত আচ্ছাদন,
কেবল তুমি এসে সম্মুখে দাঁড়ালেই
হতে পারতাম আমি তাবত রমনীর ঈর্ষার পুরুষ।






No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক