Saturday, February 22, 2014

অবগাহন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংখ্যা-২০১৪


ছোটদেরবন্ধু প্রকাশনা

উপদেষ্টা

 আহমেদ মুস্তাফা কামাল


সম্পাদকঃ
মশিউর রহমান
সহ সম্পাদ
আতাউর রহমান

বিভাগীয় সম্পাদক
তাহমিদ উল ইসলাম
ওয়েব পরিকল্পনা 
আক্তার হোসাইন
কম্পিউটার
ছোটদেরবন্ধু কম্পিউটার সোর্স

কৃতজ্ঞতাঃ
ছোটদেরবন্ধু পরিবার
         

 সম্পাদকীয়ঃ

দিন যায় কথা থাকেগানের এই চিরন্তন সত্য আমাদের জীবনে আনে অনাবিল প্রশান্তি প্রতিদিনের হাসি কান্না স্মৃতির পাতায় জমা হতে থাকেপৃথিবীর সকল প্রান্তেই একই সূর্য রোজ উদিত হলেও বাংলাদেশের সুর্যটা বোধহয় একটু বেশিই লাল১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যে সূর্যটা ডুবেছিল তা ফিরে পেতে বাঙ্গালীদের লেগেছে কয়েক প্রজন্মতারই ধারাবাহিকতায় বাংলা ভাষাকে পেয়েছি রাষ্ট্র ভাষা হিসেবে এবং একদিন একদিন করে এখন এই ভাষার ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছেএর পেছনে ছিল অনেক ত্যাগ আর দেশের প্রতি ভালবাসা সেই মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সাজানো হয়েছে আমাদের অবগাহনের দ্বিতীয় সংখ্যাযদিও পাশা পাশি ভিন্ন মাত্রার লেখাও আমাদের পাঠকদের আনন্দ দেবে বলে আশা করছিঅবগাহনের প্রতিটি পাতায় পাতায় মহান একুশের চিহ্ন রাখার চেষ্টা করেছিএর সাথে জড়িত সকল লেখক,কবি,ফিকশনিষ্ট সহ আকিয়ে বন্ধুদের অভিনন্দন এবং শুভ কামনাআশা করছি অবগাহন সবার ভালবাসায় এগিয়ে যাবে এবং নিয়মিত ভাবে লেখকদের ভালবাসায় সিক্ত হবেচলছে এস এস সি ও সমমানের পরীক্ষা । সব শিক্ষার্থী বন্ধুদের জন্য শুভকামনা রইলো।

লাল সবুজের পতাকা পতপত করে আকাশে উড়ুকভাষার এই মাসে মুছে যাক সব গ্লানী


প্রকাশক
ছোটদেরবন্ধু
রফিক টাওয়ার
ফ্ল্যাট-ডি-২, বাসা-৩ লেন-১,মুক্তিযোদ্ধা সরণী,মধ্য আজমপুর,উত্তরা,ঢাকা-১২৩০
ইমেইলঃ chotoderbondhu@gmail.com




সূচী পত্রঃ-






অন্যান্য

ব্লগ অনুবাদক