Saturday, February 22, 2014

পরাবাস্তব ভ্রমন


অকস্মাৎ বাসটা ঝাকুনি খেল সাথে সাথে চারপাশের কুয়াশা মিলিয়ে গেলেবাসের মধ্যে সাধারণ শব্দ গুলো ফিরে আসলোবাসটা প্রচন্ড গতিতে হঠাৎ ছুটে গিয়ে কিসের সাথে যেন আঘাত খেয়ে থেমে গেলমনে হলো বাসটাকে কেউ যেন গুলতি থেকে ছুড়ে দিয়েছেআমি অবাক হয়ে দেখতে পেলাম বাসের চারপাশে ধুধু প্রান্তর কোন সবুজ বা হলুদের চিহ্ন মাত্র নেইআমি তাড়াহুড়ো করে অন্যান্য যাত্রীদের সাথে নামলামবাসটা একটা বড় পাথরের সাথে গুতো খেয়ে সামনেটা মুষড়ে গেছে রেডিয়েটর দুমড়ে ভেতরে ঢুকে গেছেহাইওয়ে কোথায়? ধুধু প্রান্তর আশে পাশে অসংখ্য পাথর ছোট, বড়, মাঝারি, বৃহৎ, বৃহৎ থেকে বৃহত্তর এবং তার থেকেও প্রকান্ড সাইজেরওটা অন্য একটা জায়গাএখানে কেমন করে আসলোআমি নিশ্চয়ই স্বপ্ন দেখছিআমাদের বাসটার শেষ মূহুর্তে ট্রাকটার সাথে ধাক্কা খাওয়ার কথা ছিলতা না হয়ে আজব একটা জায়গায় হাজির হয়েছেআমার পাশের সীটে বসা ভদ্রলোক হঠাৎ পাশ থেকে বলে উঠলো ওই শালার ড্রাইভার, এটা কোন জায়গায় আইসোসবাসের ড্রাইভার কপাল ধরে এই মাত্র বাস থেকে নামলোপাথরের সাথে ধাক্কা খাওয়ার সময় তার মাথা মনে হয় স্টীয়ারিং এর সাথে ঠুকে গেছেসেখান থেকে রক্ত ঝরছেসে বললো আমি কোথাও আনি নাই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট বাঁচাতে হার্ড ব্রেক করেছি এখনতো দেখি পাথরআশেপাশে নানা রকম গুঞ্জন উঠলোএটা কোন জায়গা এরকম কোন স্থানের কথা তো বাপের জন্মেও শুনিনিবাস যে রাস্তা দিয়ে আসলো সেটাইবা কোথায় গায়েব হয়ে গেলআমি দ্রুত একজনকে ডেকে একটু পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম বাসের মধ্যে এবং আশেপাশের সবকিছু কেমন স্থির হয়ে গিয়েছিল আপনি খেয়াল করেছেনআপনি কি দেখেছিলেন, সবকিছু গলতে শুরু করেছিল

লোকটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো বললো আমার কিছু মনে নেই আমি ঘুমাচ্ছিলাম জেগে দেখি এই অবস্থাএখানে বাসটারে আনলো ক্যামনে? আপনারা কেউ কি জেগে ছিলেননাআমি না হয় ঘুমিয়ে ছিলামআপনারা কেউ বাধা দিলেন না ক্যাআমি উল্টো ফাঁপরে পড়ে আমতা আমতা করে সরে গেলামকয়েকজন একটু দূরে কন্টাকটরের সাথে বাকবিতন্ডা করছেএকপর্যায়ে একজন তার কলার ধরে ঝাকাতে শুরু করলোআমি একটু দূরে দাড়িয়ে আছি আমার অত্যন্ত পিপাসা হলোআমার সাথে হাফ লিটার পানির বোতল ছিল

বাসে উঠে বোতলটা নিয়ে বেরিয়ে আসলামকয়েক ঢোক পানি পান করে মূখ ধুয়ে ফেললামবাসের হেল্পার, ড্রাইভার, কন্টাকটর সহ চল্লিশ পয়তাল্লিশজন মানুষসবাই বাসের চারদিকে ইতঃস্তত ছড়িয়ে পড়েছেহঠাৎ জোরে বাতাস শুরু হলোক্রমেই বেগ বেড়ে ঝড়ের মত রুপ নিলদূরে সূর্য ডুবতে বসেছেওটা সূর্য কিনা আমি নিশ্চিত না কারণ একটু বড় বড় লাগছেবাতাসের সাথে ধুলা আর বালি উড়ে আসছেআমি বাসের ভেতরে উঠে যেতে চাইলাম আমার মতো সবাই তাই চাইলোবাসের গেটের সামনে হুড়োহুড়ি লেগে গেলআমরা চারপাশে যে পাথরগুলি দেখছিলাম আশ্চর্যরকম কারণে সেগুলি সবই গোলাকার

হঠাৎ পাথরগুলি গড়াতে শুরু করলোবাতাস যে পাথরগুলি গড়িয়ে নিচ্ছে তা না আসলে মনে হয় কোন আশ্চর্য কারণে পাথর গুলি নিজে থেকেই গড়িয়ে যাচ্ছেআমাদের বাসটা ওই বাতাসে এক চুলও নড়লোনাসবাই বাসে ওঠার ঠিক আগ মূহুর্তে বাম পাশ দিয়ে একটা মোটামুটি বড় সাইজের পাথর গড়িয়ে গেলযাবার সময় একজন মহিলা ও বৃদ্ধাকে পিষ্ঠ করে রেখে চলে গেলআমি বিস্ফারিত চোখে ওদের লেপটানো দেহের দিকে তকিয়ে রইলামদু একটা ছোট বড় পাথর আমাদের বাসটিকে আঘাত করলো এবং বাসের কাঠামোটিকে আরো বেশি খর্বাকৃতি করে তুললোআমরা সবাই অনেক বেশি টেনশন নিয়ে কাটাচ্ছি কোন বড় একটা যদি বাসের সাথে টক্কর খায় তাহলে  কি হবেগুতা খেয়ে বাসের সামনের একটা চাকা ভেঙ্গে বেরিয়ে গেছে বাসটি একদিকে কাত হয়ে আছেওই অবস্থায় হঠাৎ বাসটা কিসের টানে যেন পেছন দিকে সরে আসলোক্রমশ: টানটা বেশি হচ্ছে আর বাসটাও পেছনের দিকে গতি প্রাপ্ত হচ্ছে

একটা চাকা বিহীন বাসকে ঠেলে সরাতে কতটা শক্তি দরকারকিন্তু মনে হচ্ছে এই শক্তিটা শুন্য থেকে আসছেবাসটা আট দশ গজ গিয়ে থামলোভেতরে চেঁচামেচি হুড়োহুড়ি পড়ে গেছেকেউ কেউ বাস থেকে নামতে গেলে আর সবাই নিষেধ করলো কারণ বাইরে এখনো পাথর গড়াচ্ছেআমাদের বাসটা যে পাথরটাকে আঘাত করেছিল সেটাও এবার গড়িয়ে আমাদের পাশ দিয়ে চলে গেল
একসময় সব কিছু থামলে আমরা বেশ কয়েকজন বাস থেকে নিচে নামলামমৃতদেহ গুলির যে অবস্থা দেখলাম তা আমি অল্প কয়েক সেকেন্ডের বেশি দেখতে পারলাম নাকয়েকজন, ড্রাইভারকে দূরে ডেকে নিয়ে কি সব গুজগুজ করলেনএক পর্যায়ে ড্রাইভার উত্তেজিত হয়ে বললো অসম্ভব আমি আপনাদের এতো করে বোঝাতে চাচ্ছি আপনারা ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিচ্ছেনই না

ইঞ্জিনের বেশ কিছু অংশ গুড়া হয়ে গেছে এই বাস কোন কালেই এইরকম একটা স্থানে ঠিক করা সম্ভব নাএইটা চালাইতে হইলে ইঞ্জিন চেঞ্জ করা লাগব চেসিস ঠিক করা লাগব আর একটা নতুন রেডিয়েটর লাগবএইসব কিছ আনায়ে দেন আমি.......
ঠাস! একজন ড্রাইভারের বাম গালের উপর বসিয়ে দিলসূর্য ডুবে গেছে এখন চারদিক অন্ধকারআকাশে তারাগুলি কেমন অদ্ভুত অনেক বেশি বড় বড়আগে এমন দেখেছি বলে মনে পড়েনাআগেই খেয়াল করেছি মোবাইলে কোন নেটওয়ার্ক নেইফ্ল্যাশ মুড অন করে আমি ছবি তুলতে শুরু করলামআশেপাশের যত বেশি তোলা সম্ভব সব তুললামঅন্যদিকে তাকিয়ে পাথর পিষ্ঠ হতভাগা মানুষগুলোর একটা ছবিও তুললামমৃতদেহগুলির একটা ব্যবস্থা নেওয়া উচিত বাসের ওয়ার্কিং টুলসগুলোর ভিতরে মাটি খোড়ার মতো কিছূ পাওয়া গেলনাফলে আগামী কাল দিনের আলোতে ব্যবস্থা নেওয়া হবে ঠিক হলআমি বাসের সীটে বসে ভাবতে লাগলাম এই সব কিছুর ব্যাখ্যা কি? আমাদের বাস কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলবাসটা যখন সিরাজগঞ্জের ভিতর তখন একটা ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষের উপক্রম হলআমি দেখলাম সব স্থির হয়ে গেলতারপর গলে গেলমানলাম আমি ঘুমিয়ে গেছিলাম ঐ সমস্তগুলি আমি স্বপ্নে দেখছি কিন্তু এখন যা কিছু দেখছি তার কি ব্যাখ্যা আছেএর একটা চমৎকার ব্যাখ্যা আছে আমি এখনো ঘুমিয়ে আছি আর স্বপ্ন এখনো শেষ হয়নিঘুম ভাংলে আমার মোবাইলের মেমরি চেক করলে এই ছবিগুলি আর পাওয়া যাবেনাতখনই প্রমান হবে যা কিছু ঘটেছে তার সবই স্বপ্নে ঘটেছেআরো একটা ব্যাখ্যা আছে

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক