Sunday, December 15, 2013

বিজয় দিবস সংখ্যা-২০১৩


ছোটদেরবন্ধু প্রকাশনা



উপদেষ্টা
সুদীপ্ত দেবনাথ  ও জুনায়েদ কামাল নিবিড়


সম্পাদকঃ
মশিউর রহমান
সহ সম্পাদ
আতাউর রহমান

বিভাগীয় সম্পাদক
তাহমিদ উল ইসলাম
ওয়েব পরিকল্পনা 
আক্তার হোসাইন
কম্পিউটার
ছোটদেরবন্ধু কম্পিউটার সোর্স

কৃতজ্ঞতাঃ
ছোটদেরবন্ধু পরিবার
         

 সম্পাদকীয়ঃ

দিন যায় কথা থাকে। গানের এই চিরন্তন সত্য আমাদের জীবনে আনে অনাবিল প্রশান্তি। প্রতিদিনের হাসি কান্না স্মৃতির পাতায় জমা হতে থাকে। পৃথিবীর সকল প্রান্তেই একই সূর্য রোজ উদিত হলেও বাংলাদেশের সুর্যটা বোধহয় একটু বেশিই লাল। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যে সূর্যটা ডুবেছিল তা ফিরে পেতে বাঙ্গালীদের লেগেছে কয়েক প্রজন্ম। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষাকে পেয়েছি রাষ্ট্র ভাষা হিসেবে এবং একদিন একদিন করে এখন এই ভাষার ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে। এর পেছনে ছিল অনেক ত্যাগ আর দেশের প্রতি ভালবাসা। সেই ভালবাসার চূড়ান্ত রুপ আমরা দেখতে পাই ১৯৭১। স্বাধীনতা যুদ্ধের সেই দিনগুলো কোন গল্প নয় আমাদের রক্ত ঢালা ইতিহাস। স্বাধীনতার সেই মহান নায়কদের কথা শ্রদ্ধাভারে স্মরণ করছি। সেই সাথে অবগাহনের প্রথম সংখ্যা বিজয়ের এই মাসে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বিজয় দিবসকে ঘিরে সাজানো হয়েছে আমাদের অবগাহনের প্রথম সংখ্যা। যদিও পাশা পাশি ভিন্ন মাত্রার লেখাও আমাদের পাঠকদের আনন্দ দেবে বলে আশা করছি। অবগাহনের প্রতিটি পাতায় পাতায় বিজয়ের চিহ্ন রাখার চেষ্টা করেছি। এর সাথে জড়িত সকল লেখক,কবি,ফিকশনিষ্ট সহ আকিয়ে বন্ধুদের অভিনন্দন এবং শুভ কামনা। আশা করছি অবগাহন সবার ভালবাসায় এগিয়ে যাবে এবং নিয়মিত ভাবে লেখকদের ভালবাসায় সিক্ত হবে। বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। তার জন্য রইলো অবগানের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা। দেশে দেশে বছর বছর ম্যান্ডেলাদের জন্ম হয়না। ম্যান্ডেলা জন্ম নেয় যুগে যুগে। যারা তার ছায়া তলে আসে তারা বুঝতে পারে ভেদাভেদ বলে কিছু নেই। ভালবাসা সবার জন্য বিলিয়ে দিতে হয়।

লাল সবুজের পতাকা পতপত করে আকাশে উড়ুক। বিজয়ের এই মাসে মুছে যাক সব গ্লানী।


প্রকাশক
ছোটদেরবন্ধু
রফিক টাওয়ার
ফ্ল্যাট-ডি-২, বাসা-৩ লেন-১,মুক্তিযোদ্ধা সরণী,মধ্য আজমপুর,উত্তরা,ঢাকা-১২৩০
ইমেইলঃ chotoderbondhu@gmail.com



No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক