Thursday, February 20, 2014

অস্তিত্ব গ্রাসী সোমেশ্বরী



অস্তিত্ব গ্রাসী সোমেশ্বরী

মশিউর রহমান


বিরিশিরির পানে,
আমি ফিরে গিয়েছিলাম অরণ্য ও পাহাড়ের কোলে
সোমেশ্বরীর টানে;
তার শীতল ও নীল জলের আহ্বানে
সাধ্য কি আমার ডাক এড়াবার
কেননা আমার পূ্র্বপুরুষের শিকড় সেখানে প্রোথিত।

অনেক বাঁধা,বিপত্তি ও ত্যাগের পর
আমি শুধু তোমাকে কাছে পেলাম।

তোমার ভূমিজ ও গারো সন্তানেরা,
আমাকে নিবিড় বাহুডোরে আবদ্ধ করল
পাহাড় থেকে প্রবাহিত সোমেশ্বরীর সৌন্দর্যে
উর্বশী,রম্ভা ও মেনকারা ম্লান হয়ে যায়।

কি অপরুপ স্নিগ্ধ,মায়াবী ও চমৎকার
তাহার গর্বিত হয়ে বয়ে যাওয়ার ভঙ্গি
তোমার নীল জলে স্নান মাত্রই
আমার অস্তিত্ব তোমাতে বিলীন হল।

তোমার মাদকতাপূর্ণ  আহ্বানের কাছে
ধরার তাবৎ সুন্দরীদের ডাক লজ্জা পায়।

আমার মানব জনস সার্থক
শুধু তোমার স্মৃতিতে আচ্ছন্ন
থাকতে পারবো চিরকাল।

No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক