Thursday, February 20, 2014

একেই কি বলে গণতন্ত্র



একেই কি বলে গণতন্ত্র 
(মোঃ সফিউদ্দিন)


অবরুদ্ধ দেশ, নির্বাসিত মানবতা
মৃত্যুর মিছিলে লাশের জনতা
বার্ন ইউনিটে পোড়ে না মানুষ, পোড়ে মানবতা

জঙ্গিবাদের নগ্ন থাবায় ক্ষত- বিক্ষত জনপদ,
ক্ষমতাসীনরা বিত্তবান হয় লুটে জনগনের সম্পদ

নির্বাচন না প্রহসন? এই নিয়ে সারা দেশ দিশেহারা,
মরছে জনগন, ভেবেছে তাদের কথা কবে, কে, কারা?

অপরাধীরা ছাড়া পায়, মজলুম কাঠগড়ায়,
আইনের শাসন ভূলুণ্ঠিত, সংখ্যালঘুরা অসহায়

গর্জে উঠে মারনাস্ত্র, থেমে যায় কলরব,
লাঞ্চিত শিক্ষক, ছাত্র, জনতা বয়ে চলে গণতন্ত্রের শব

ডাক্তার মিলন, শহীদ নূর হোসেন তোমরা কে কোথায়?
তোমাদের রক্তে কেনা গণতন্ত্র আজ শাসকের বুটের তলায়

কেঁদো না মা, আমিও যদি হারিয়ে যাই, থেকো নির্বাক,
রাজপথে, তপ্ত রোদে কোন মিছিলের সাথে
বুকে- পিঠে লিখে "গণতন্ত্র মুক্তি পাক"


No comments:

Post a Comment

ব্লগ অনুবাদক